আমার সকল ছবি

আমার সকল ছবি
কোনো একদিন

রৌমারীর পশ্চিমাংশে ভাঙ্গার দৃশ্য দেখুন

 রৌমারী বেড়িবাধ ভাঙ্গার ভিডিও 


গত কয়েক বছর ধরে এই বেড়িবাধ অনেক হুমকির মুখে সম্মুখীন হয়। গত বছর এই রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয় কিন্তু এখানে না ভেঙ্গে দক্ষিনে প্রায় আনুমানিক দুই কিলোমিটার ফাঁকে ভেঙে যায়। কিন্তু ক্ষয়ক্ষতি বেড়িবাঁধটি মেরামত না করায় এবার ভেঙে গেল এখানে। এই বেরিবাধ টি রৌমারী উপজেলার রক্ষক বেরিবাধ। এই বাধঁ ভেঙ্গে গেলে আমাদের রৌমারী উপজেলা প্রশাসনে প্রায় 10 থেকে 12 ইঞ্চি পানি হয়। তবুও রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেয় না প্রশাসন। এই বাধঁ টি ভাঙ্গার কারণে প্রায় 800000 হাজার মানুষ অনেক সমস্যার সম্মখিন হন। শুধূ তাই নয় বাধঁটির ভেতরে প্রায় 385 একর জমি ফসল পানিতে বিলিন হয়ে যায়। হতাসার মুখে কৃষকরা । তার মধ্যে অধিকাংশ ছিল পাট পানি অনেক দিন থাকার কারণে পাট নষ্ট হয়ে যায়।

দেখুন লাইভ



1 comment:

Theme images by Storman. Powered by Blogger.